লড়াকু নেইমারকে দুর্বল করতে পারে না কোন কিছুই

ডান পায়ের মেটাটারসালে চোট পেয়ে এখন মাঠের বাইরে নেইমার। ছিটকে গেছেন প্রায় আড়াই মাসের জন্য। চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। আর চোট কাটিয়ে আবারো মাঠের ফেরার দৃঢ় সংকল্পের কথাই জানালেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ছবি: ইনস্টাগ্রাম

ডান পায়ের মেটাটারসালে চোট পেয়ে এখন মাঠের বাইরে নেইমার। ছিটকে গেছেন প্রায় আড়াই মাসের জন্য। চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। আর চোট কাটিয়ে আবারো মাঠের ফেরার দৃঢ় সংকল্পের কথাই জানালেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ইনজুরি যেন নেইমারের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েই দাঁড়িয়েছে। ২০১৩ সালে সান্তোস ছেড়ে ইউরোপে আসার পর এখন পর্যন্ত ইনজুরিতে পড়েছেন মোট ২৩ বার। তাতে মাঠের বাইরে থাকতে হয়েছে ৩৮৪ দিন। অর্থাৎ এ সাত বছরের মধ্যে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন বাইরেই। ম্যাচ মিস করেছেন মোট ৭৫টি। কিন্তু প্রতিবারই ফিরেছেন দৃঢ় চিত্তে।

আর তাই আরও একবার ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ফিরে আসার প্রত্যয় ঝরে নেইমারের কণ্ঠে। শনিবার নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড দিয়ে এ ব্রাজিলিয়ান লিখেছেন, 'জীবন লড়াকুদের জন্য, তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না।'

বিশ্বকাপের মাস তিনেক আগে ডানপায়ে চোট পেয়েছিলেন নেইমার। সার্জারির পর ফিরলেও দেখা যায়নি চিরচেনা রূপে। তবে চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিলেন। ১৭টি গোল হয়ে গেছে তার। কিন্তু ফের একই জায়গায় চোট পান এ ব্রাজিলিয়ান তারকা। ফের চিকিৎসকদের কাঁচির নিচে।

তাতে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দর্শক ছিলেন নেইমার। যদিও তার অভাব টের পেতে দেননি এমবাপে-দি মারিয়ারারা। তবে ইউনাইটেডের বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৫টি ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।

Comments