কোনো এক ভালোবাসা দিবসে আমাদের বিয়ে হবে: পরীমনি
পরীমনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সাথে বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কোনো এক ভালোবাসা দিবসে আমাদের বিয়ে হবে। দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়েছে। এখনো অনেকগুলো অনুষ্ঠান বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আরেকটু পরিপক্বতা লাগবে।”
তামিম হাসান একটি জাতীয় দৈনিকের বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনে ‘লাভগুরু’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।
Comments