ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ শুরু
আশুলিয়ায় রাষ্ট্রায়ত্ত গ্যাস স্টেশনে কারিগরি ক্রুটির কারণে আংশিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার ২৬ ঘণ্টারও বেশি পর ঢাকা এবং এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ মধ্য-উত্তর)-এর ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।
টেলিফোনে তিনি জানান, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করা হবে।
কারিগরি ক্রুটির কারণে গতকাল সকাল থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় কোথাও পুরোপুরি, কোথাও বা আংশিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। কিন্তু, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আগেভাগে গ্যাস ব্যবহারকারীদের তা জানাতে পারেনি।
তিতাস গ্যাসের (অপারেশনস) পরিচালক এম কামরুজ্জমান খান বলেন, “মেরামত কাজের প্রস্তুতি নিয়ে দেরি হয়ে যাওয়ায় আমরা গ্রাহকদের আগে জানাতে পারেনি। আমরা তাদেরকে জানিয়েছি শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে।”
পরে, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার খবর টেলিভিশন স্ক্রল এবং খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানানো হয়।
Comments