সাকিব আইপিএল খেলতে খুব আগ্রহী: নাজমুল

Shakib Al Hasan
ফাইল ছবি:রাজীব রায়হান

সামনে বিশ্বকাপ। কোন রকম ঝুঁকি না নিতে তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মোস্তাফিজুর রহমানকে অনুমতি দিচ্ছে না বিসিবি। তবে সাকিব আল হাসানের ব্যাপারে ভিন্ন সুর শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইপিএল খেলার ব্যাপারে সাকিবের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন তারা।

বিপিএলের ফাইনালে আঙুলের চোটে পড়ে সাকিব আল হাসান যেতে পারেননি নিউজিল্যান্ডে। তাকে ছাড়াই পুরো ওয়ানডে সিরিজ এবং অন্তত দুই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। চোট সময়মত সেরে গেলে ১৬ মার্চ থেকে তৃতীয় টেস্টে পাওয়া যেতে পারে তাকে।

এবারের আইপিএল শুরুর হওয়ার কথা ১৯ মার্চ।  মোস্তাফিজকে বাধা দিলেও এই টুর্নামেন্টে সাকিব খেলবেন কিনা তা সাকিবের উপরই ছেড়ে দিয়েছেন বিসিবি প্রধান। নিউজিল্যান্ডে দলের খেলা দেখতে গিয়ে তিনি কথা বলেছেন সাকিব-মোস্তাফিজের আইপিএল খেলা, না খেলা নিয়ে, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবকে নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায় কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মোস্তাফিজের কারণে।’

বিশ্বকাপের আগে আইপিএলের মতো টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা ঝুঁকিতে পড়ুক তা চায় না বিসিবি। সাকিবকে আইপিএল খেলতে আপত্তি না করলেও সতর্ক থাকার কথা বলছেন নাজমুল, ‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোন ক্রিকেটার এ ধরনের ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোট জাতীয় দলের খেলার মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এছাড়া কি বলতে পারি।’

এবার নিউজিল্যান্ডে গিয়ে বেহাল দশা হয়েছে বাংলাদেশের। এমনিতে বিপিএল খেলে প্রস্তুতি ছাড়াই খেলতে যেতে হয়েছে বিরূপ কন্ডিশনে। তারমধ্যে চোটের কারণে নেই সাকিব। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাই বিন্দুমাত্র লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ঠাসা সূচিতে দলের এই ফল নিয়েও উদ্বিগ্ন বোর্ড প্রধান,  ‘আমরা এটা নিয়ে ভাবিত বটে। ঠাসা সূচির কারণে বিশ্রামের সুযোগ ছিল না। আমার মনে হয় এই প্রথম কোন সিরিজ খেলতে এলাম কোন রকমের প্রস্তুতি ছাড়া। খেলোয়াড়রা সবাই বিপিএল থেকে সরাসরি চলে এসেছে।’

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago