জাপা সাংসদের বক্তব্য এক্সপাঞ্জ চাইলেন শাজাহান খান
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গঠন করা কমিটিতে শাজাহান খানকে প্রধান করা নিয়ে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম আপত্তি জানানোয় তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি তুলেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও পরিবহন শ্রমিকদের এই নেতা।
আজ সংসদে বিরোধী দলের এমপি ফখরুল ইমাম বলেন, বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব? গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে- শাজাহান খানের এই মন্তব্যে সারাদেশে তোলপাড় হয়েছিল।
এর পরই ২৭৪ বিধিতে সংসদে দাঁড়িয়ে শাজাহান খান ফখরুল ইমাম এই বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে তার বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান। তিনি বলেন যে ফখরুল ইমাম অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সড়ক দুর্ঘটনাকে যুক্ত করে দেখেছেন। শাজাহান খান এর প্রতিবাদ জানিয়ে তাকে বক্তব্য প্রত্যাহার করারও দাবি জানান।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন যে তিনি বিষয়টি দেখবেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত কমিটিতে শাজাহান খানকে প্রধান করার একটি ব্যাখ্যাও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাপা এমপির বক্তব্যের পর কাদের বলেন, এই প্রেক্ষাপটে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়। শাজাহান খান সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, তিনি অভিজ্ঞ ব্যক্তি তাই তাকে এই কমিটির প্রধান করা হয়েছে। সেই সঙ্গে তাকে কমিটির প্রধান হিসেবে যখন নাম প্রস্তাব করা হয় তখন কেউ এর বিরোধিতা করেননি।
শাজাহান খানকে প্রধান করে ১৫ সদস্যবিশিষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন করেছে সরকার। গতকাল রোববার ওবায়দুল কাদের এই কমিটি গঠনের কথা সাংবাদিকদের জানান। শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। কমিটির কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কের উন্নয়ন করতে পেরেছি, এবার সড়কে শৃঙ্খলা ফেরাব।
Comments