যুবদলকে দারুণ জয় পাইয়ে নিজেকে চেনালেন মাহমুদুল

রান তাড়ায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ছিল পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ইতিবাচক মেজাজ নিয়ে মাহমুদুলরা শেষ দিনেই তুলেছে ২৯৯ রান।

রান তাড়ায় চতুর্থ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে ছিল পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ইতিবাচক মেজাজ নিয়ে মাহমুদুলরা শেষ দিনেই তুলেছে ২৯৯ রান।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। সিরিজের প্রথম যুব টেস্টেও জিতেছিল স্বাগতিকরা। বাংলাদেশ এর আগে একমাত্র টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও সবগুলো ম্যাচ জিতে। সফরকারী ইংল্যান্ড যুবাদের তাই বাংলাদেশ থেকে খালি হাতেই ফেরত যেতে হচ্ছে।

১ উইকেটে ৩৪ রান দিয়ে শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুটা দারুণ পাইয়ে দেন ওপেনার তানজিদ হাসান। ওয়ানডে মেজাজে ৫১ বলে ৫১ রান করেন তিনি। ওয়ানডাউনে নেমে পারভেজ হোসেন ৮১ বল টিকে করেন ৩৭।

চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে ম্যাচের মোড় ঘোরানো জুটি গড়েন মাহমুদুল। তাদের ১৪২ রানের জুটিতে ফায়সালা হয়ে যায় সব। ৭৬ রান করে হৃদয় ফিরলেও সেঞ্চুরি তুলেন মাহমুদুল।

১১৪ রান করে তার আউটের সময় খুব বেশি সংশয় ছিল না বাংলাদেশের। বাকিটা সেরেছেন শাহাদাত হোসেন। প্রথম ইনিংসে ইংলিশদের করা ৩৩৭ রানের জবাবে ২২৮ রান করে ১০৯ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। এই যুব টেস্টে নিজেদের পক্ষে ফল আনা বেশ চ্যালেঞ্জের ছিল যুবাদের। দ্বিতীয় ইনিংসে অসামান্য ব্যাটিং করে তারা সেই অসাধ্যই যেন সাধন করল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস : ৩৩৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস : ২২৮

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস : ২২৩/৮ (ডি.)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৩৩, আগের দিন ৩৪/১) ৯৩.৫ ওভারে ৩৩৩/৭ (তানজিদ ৫১, পারভেজ ৩৭, মাহমুদুল ১১৪, হৃদয় ৭৬, আকবর ৫, শাহাদাত ২০, রুহেল ৪*, মিনহাজুর ৩*; ফিঞ্চ ২/৬০, অলড্রিজ ২/৭৯, কাদরি ২/৬১, বল্ডারসন ০/১৯, হলম্যান ১/৪৭, হিল ০/৩৪, গোল্ডসওয়ার্থি ০/৩১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান

ম্যান অব দা সিরিজ : মিনহাজুর রহমান

 

Comments