এক জঙ্গির চার তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা
রাজধানীর মিন্টো রোডে গতকাল (১৮ ফেব্রুয়ারি) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একটি ভবনের চতুর্থ তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে সন্দেহভাজন এক জঙ্গি সদস্য আহত হয়েছেন।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ নামের এক ‘নব্য জেএমবি’ সদস্যকে সিটিটিসি ভবনের একটি রুমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলো।
এ সময় টয়লেটে যাওয়ার অনুমতি নিয়ে মিলাদ জানলা দিয়ে লাফ দেয় বলেও জানান তিনি।
অভিযুক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Comments