ডানেডিনের ব্যাটিং স্বর্গে ভয় তাড়ানোর আশা

আগের দুই ম্যাচেও শুরুর এক ঘণ্টা বাদে উইকেট ছিল ব্যাটসম্যানদের পক্ষেই। কিন্তু প্রথম এক ঘণ্টাতেই যে দুই ম্যাচে সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ খুইয়ে তৃতীয় ওয়ানডে খেলতে ডানেডিনে এসে বাংলাদেশ পাচ্ছে ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গেও ভয় আছেই, চোট সমস্যায় আছে একাদশ সাজানোর ফ্যাসাদ। আবার ভয় তাড়িয়ে অন্তত একটা জয়ের খোঁজেও মরিয়া মাশরাফি মর্তুজার দল।
Mashrafee Mortaza

আগের দুই ম্যাচেও শুরুর এক ঘণ্টা বাদে উইকেট ছিল ব্যাটসম্যানদের পক্ষেই। কিন্তু প্রথম এক ঘণ্টাতেই যে দুই ম্যাচে সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল বাংলাদেশের। সিরিজ খুইয়ে তৃতীয় ওয়ানডে খেলতে ডানেডিনে এসে বাংলাদেশ পাচ্ছে ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গেও ভয় আছেই, চোট সমস্যায় আছে একাদশ সাজানোর ফ্যাসাদ। আবার ভয় তাড়িয়ে অন্তত একটা জয়ের খোঁজেও মরিয়া মাশরাফি মর্তুজার দল।

নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যাডকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের ১১টি আর বিশ্বকাপের এক ম্যাচ সহ মোট ১২ ম্যাচে হার। এই সিরিজে কিউই ভূমে জয় খরা ঘোচানোর পণ নিয়ে এসেছিল বাংলাদেশ । তবে সীমিত প্রস্তুতি, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট সমস্যা আর টপ অর্ডারের নিদারুণ ব্যর্থতায় প্রত্যাশার ধারেকাছেও কিছু হয়নি।

শেষ ম্যাচের আগের দিন ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের উইকেট দেখে বড় রানের আশা করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। সেখানে আমরা ভাল ব্যাট করেছি, যদিও সেটা টেস্ট ছিল। আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল ৪৫ ওভারেই (৩৩৫ রান তাড়া করে জেতে ৫০ ওভারে) । আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভাল পরিকল্পনা করব।’

নেপিয়ার আর ক্রাস্টচার্চেও উইকেট ছিল ব্যাটিং বান্ধব। ওই দুই ম্যাচে সুযোগ হাতছাড়া করার হতাশা এবার শেষ ম্যাচে কাটাতে চায় বাংলাদেশ, ‘দুই ম্যাচেই উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল ছিল কিন্তু আমরা পারিনি। আশা করি কাল টপ অর্ডার রান এনে দেবে।’

গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। জিতেছিল এক ম্যাচ, হেরেছিল অন্যটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েও হারিয়েছিল কিউইদের। এসব ম্যাচের কন্ডিশন ছিল একই রকম। এবার তাই জেতার আশাটা চওড়া করতে চান মাশরাফি, ‘এখানে কঠিন হলেও সেটা করা সম্ভব। আশা করছি কাল ভাল খেলতে পারব।’

Comments

The Daily Star  | English

Foreign investors returning to stock market

After a long time, foreign investors are showing renewed interest in buying shares of listed companies in Bangladesh as they hope good governance will return to the local stock market following the recent political changeover.

11h ago