‘বিশ্বকাপ দলে খুব বেশি অদল-বদল হবে না’
নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্বকাপের আগে আরও অন্তত চারটি ওয়ানডে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই যে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিতে হবে, আর সেকারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে তৃতীয় ওয়ানডেই হবে বিশ্বকাপের দল ঘোষণার আগে শেষ ওয়ানডে। অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন বর্তমান স্কোয়াডে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় বিশ্বকাপ দলে খুব বেশি আর অদল বদলের সুযোগ নেই।
অধিনায়ক মাশরাফির সঙ্গে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ তো থাকছেনই। তাদের সবারই আছে অন্তত দুটি বা তারবেশি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। দলের তরুণ ক্রিকেটার বলে পরিচিতদের কেউ কেউও ছিলেন ২০১৫ বিশ্বকাপের দলে। নিউজিল্যান্ডে সবার কাছ থেকে পারফরম্যান্স না এলেও বর্তমানে খেলা দলটির বেশিরভাগই যে বিশ্বকাপেও থাকছে তা পরিষ্কার করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বিশ্বকাপের দল করার আগে হয়ত এটা শেষ ওয়ানডে। বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আমরা আয়ারল্যান্ডে যাব। আমার মনে হয় খুব বেশি বদল হবে না। সবাই অভিজ্ঞ আছে।’
পারফরম্যান্সের উঠানামা থাকবে তবে বিশ্বকাপের আগে নতুন কোন পরীক্ষায় আর যেতে চায় না বাংলাদেশ। দু’একটি জায়গায় অদল বদল ছাড়া একই দল খেলিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার ইচ্ছা বাংলাদেশের।
নিউজিল্যান্ডের বিপক্ষে এরমধ্যে সিরিজ হেরে যাওয়ায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে আনুষ্ঠানিকতার। তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচ থেকেও অনেক কিছু পাওয়ার আশায় মাশরাফির দল। অধিনায়ক মনে করছেন সামনের কঠিন পথে কিছুটা আত্মবিশ্বাস জড়ো করতে পারলেও তেতে উঠার রসদ পাবেন তারা, ‘এখানে যেমন চেয়েছি তেমন করতে পারিনি সত্য। এখনো একটা ম্যাচ বাকি আছে, দেখা যাক কিছু আত্মবিশ্বাস জড়ো করা যায় কিনা।’
Comments