খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
খাগড়াছড়ি সদর উপজেলার একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে কমপক্ষে সাতজন দগ্ধ হয়েছেন। আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সালাম হোসেন আমাদের স্থানীয় সংবাদদাতাকে জানান, ভুক্তভোগীদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন খবংপুড়িয়া গ্রামের- মানতি চাকমা (৪৫) এবং তার স্বামী মহিরঞ্জন চাকমা (৫২)।
আহতদের সবাইকে প্রথমে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র বলছে, এই চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আজ ভোর পাঁচটা ৪৫ মিনিটের দিকে খবংপুড়িয়া গ্রামের একটি গ্যাস সিলিন্ডারের গুদামের ভেতর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
Comments