রোনালদোকে সেরা বলে মেসিকে খোঁচা

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোকে সেরা জানিয়ে মেসিকে খোঁচা দিয়েছেন অলিম্পিক লিঁওর প্রেসিডেন্ট মিচেল ওলাস। নিজেদের ক্লাবের বিপক্ষে মেসি ভালো খেলতে পারেন না বলেও জানান তিনি।
messi and ronaldo
ফাইল ছবি: এএফপি

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোকে সেরা জানিয়ে মেসিকে খোঁচা দিয়েছেন অলিম্পিক লিঁওর প্রেসিডেন্ট মিচেল ওলাস। নিজেদের ক্লাবের বিপক্ষে মেসি ভালো খেলতে পারেন না বলে জানান তিনি।

অথচ লিঁওর বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল দিয়েছেন মেসি। তবে সমান সংখ্যক ম্যাচে মেসির চেয়ে একটি গোল বেশি রোনালদোর। অবশ্য এই একটি গোলের কারণেই রোনালদোকে সেরা বলেননি ওলাস। ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়ের এক ম্যাচের পারফরম্যান্স উল্লেখে করেন তিনি। সে ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল লিঁও। এরপর রুড ভ্যান নিস্টলরয়ের জোড়া গোলে ম্যাচে ফেরে ইউনাইটেড। সে ম্যাচের দুটি গোলই তৈরি করে দিয়েছিলেন রোনালদো।  

তাই রোনালদোকে সেরা জানিয়েই ওলাস বলেছেন, '২০০৪ সালে রোনালদো আমাদের বিপক্ষে যেভাবে খেলেছিল, সেটা আর কারো মাঝে দেখতে পাইনি। আমরা ২-০ তে এগিয়ে ছিলাম। সে একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিল! আমরা ব্যাকহাম, রোনালদো, মেসির মতো খেলোয়াড়দের মুখোমুখি হয়েছি।'

তবে নিজের দিনে প্রতিপক্ষকে যে একাই ধসিয়ে দিতে পারেন মেসি, তা অনেকবারই দেখেছে ফুটবল বিশ্ব। জানেন ওলাসও। তাই ম্যাচের আগে মেসি যাতে অসুস্থ হয়ে পরেন এমন প্রার্থনাই করছেন তিনি, 'মেসি কখনোই নিজের সেরাটা দিতে পারেনি লিঁওর বিপক্ষে। এবারও সেটা বজায় থাকবে এমনটাই চাই। ম্যাচের আগে তাঁর ফ্লু হোক, এটাও মন্দ হয় না!’

মেসিকে নিয়ে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর ক্লাব বার্সেলোনা। লুইস সুয়ারেজ, ফিলিপ কৌতিনহো, ওসমান দেম্বেলেদের মতো খেলোয়াড়রাও রয়েছেন। তবে শুধু মেসিকে আটকেই অনেক সময় জয় তুলে নিয়েছে সাদামাটা দলও। তাই তার অনুপস্থিতি নিঃসন্দেহে স্বস্তি এনে দেয় প্রতিপক্ষকে। 

মেসিকে নিয়ে ভয় পাচ্ছেন লিঁও কোচ ব্রুনো জেনেসিও, ‘মেসিকে আটকাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মধ্যমাঠ দখল রেখে মেসিকে চাপে রাখতে চাই। তাকে সবসময় আটকে রাখা সম্ভব হয় না, তাও চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। রক্ষণভাগকে সবসময় সতর্ক থাকতে হবে।’

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

6h ago