সৌদি যুবরাজকে জড়িয়ে ধরলেন মোদি

একদিনের জন্য ভারত সফরে আসা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে বুকে জড়িয়ে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Modi and Salman
২০ ফেব্রুয়ারি ২০১৯, একদিনের জন্য ভারত সফরে আসা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে বুকে জড়িয়ে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

একদিনের জন্য ভারত সফরে আসা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে বুকে জড়িয়ে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাধারণত ভারতের প্রধানমন্ত্রী বিমানবন্দরে গিয়ে বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান না, এক্ষেত্রে সরকারি কর্মকর্তা অথবা কনিষ্ঠ মন্ত্রীদের পাঠিয়ে থাকেন। কিন্তু, এবার তার ব্যতিক্রম দেখা গেল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার সালমান-মোদির আলিঙ্গনের ছবি দিয়ে এক টুইটবার্তায় লিখেন, “দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হলো। প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদি নিজে বিমানবন্দরে হাজির হয়ে সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানান।”

আজ (২০ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদির সঙ্গে মোহাম্মদ বিন সালমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে আজ রাতেই সৌদি যুবরাজ ভারত ছাড়বেন। এর আগে, পাকিস্তানে সফরে গিয়েও ব্যাপক অভ্যর্থনা পান তিনি।

(সংক্ষেপিত, পুরো রিপোর্ট পড়তে নিচের ইংরেজি লিংকে ক্লিক করুন)

India's Modi breaks protocol to welcome Saudi's crown prince

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

42m ago