অ্যাতলেটিকোর সমর্থকদের খোঁচা দিলেন রোনালদো
রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময় থেকেই অ্যাতলেটিকো মাদ্রিদ সমর্থকদের চোখের কাঁটা ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অনেকবার অ্যাতলেটিকোর স্বপ্ন ভেঙেছেন এ পর্তুগিজ তারকা। সেই রোনালদো এখন জুভেন্টাসে। আবার মাদ্রিদে এসে সময়তা সুখকর হয়নি। এবার তার দলকে হারিয়ে দিয়েছে অ্যাতলেটিকো। আর পুরো ম্যাচেই দুয়ো শুনতে হয়েছে ৩৪ বছর বয়সী এ পর্তুগিজকে। তবে উল্টো খোঁচা দিয়েছেন তিনি।
পায়ে বল গেলেই ‘ধর্ষক রোনালদো’ বলে দুয়ো দিয়েছেন। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন রোনালদো। ম্যাচ শেষে তাদের পাঁচ আঙুল দেখালেন এ তারকা। হয়ত বোঝাতে চাইলেন আমার তো পাঁচটি শিরোপা আছে, তোমাদের কয়টা আছে? ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় মিক্সড জোনেও একই আচরণ করেছেন রোনালদো। এবং চিৎকার করেই বলেছেন, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে। অ্যাটলেটিকোর নেই।’
মাদ্রিদ ডার্বির সর্বোচ্চ গোলদাতা রোনালদো। অ্যাতলেটিকোর সমর্থকদের হৃদয়ে যেন পুরনো স্মৃতিটাই মনে করিয়ে দিলেন রোনালদো। হারলেও ম্যাচ শেষে স্বাভাবিকই ছিলেন রোনালদো। তাই দুয়োর জবাবে অ্যাতলেটিকোর সমর্থকদের তাচ্ছিল্য করার সুযোগটি হাতছাড়া করেননি রোনালদো। বুঝিয়ে দেন ব্যাপারটা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে তার কাছ থেকে অনেক দূরেই আছে অ্যাতলেটিকো।
তবে মাঠের খেলায় আগের দিন ওয়েন্ডা মেট্রোপলিতানোতে জুভেন্টাসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে অ্যাতলেটিকো। ২-০ গোলে ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের পথটা অনেকতাই সহজ করেছে তারা। একটি গোল পেলেও স্বস্তি নিয়ে ফিরতে পারতো জুভেন্টাস। কিন্তু অ্যাতলেটিকোর জমাট রক্ষনে পেরে ওঠেনি দলটি। বেশ কিছু সুযোগ রোনালদোর সামনে। ম্যাচের শেষ দিকে একেবারে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। তাতেই টানা চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথটা অনেক কঠিন হয়েছে এ পর্তুগিজ তারকার।
Comments