নিহতদের স্বজনদের কথা ভেবে শিউরে উঠছেন সাকিব
রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে মর্মান্তিকভাবে নিহতদের কথা ভেবে নিজের অস্থিরতার কথা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। চোটের কারণে খেলার বাইরে থাকা টেস্ট দলের অধিনায়ক বিশেষ করে নিহতদের স্বজনদের কথা ভাবতেই পারছেন না।
বিপিএলে আগুলের চোট পেয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা সাকিব আছেন বিশ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের স্বীকৃত ফেসবুক পাতায় শোক জানিয়ে পোস্ট দেন তিনি। তাতে আছে হতাহত ও তাদের স্বজনদের প্রতি সাকিবের ব্যাকুলতা, ‘চকবাজারের ঘটনায় শোক জানানোর জন্য কোন শব্দ খুঁজে পাচ্ছি না আমি। হতাহত ও তাদের পরিবারদের জন্য আমার হৃদয় পড়ে আছে। তাদের পরিবারের কথা ভাবতেই পারছি না। আল্লাহ যেন তাদের সবাইকে এই শোক কাটানোর শক্তি দেন। আমিন’
বুধবার রাত অনুমানিক ১০টায় চকবাজারের চুরিহাট্টা নামক এলাকায় একটি ভবনে আগুন লাগে। এই আগুনের মাত্রা মধ্যরাতে বেড়ে যায় কয়েকগুণ , ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে অন্তত ৭০টি লাশ উদ্ধার করা হয়। যার মধ্যে অধিকাংশই পুরুষ। আছেন নারী ও শিশুরাও।
এছাড়া আহত আরও অন্তত ৪২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের দিন এই দুর্ঘটনায় শোকের আঁচ লেগেছে পুরো দেশের মানুষের মধ্যে।
Comments