পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেবো না: সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেওয়া হবে না।
তিনি বলেন, “পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেবো না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।”
গতকাল (২১ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারের অগ্নিকোণদের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
চকবাজারে আগুন: লাশ হস্তান্তরে ঢামেকে তথ্যকেন্দ্র
কেমিক্যাল নয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চকবাজারে আগুন: শিল্পমন্ত্রী
Comments