৪৫ মরদেহ হস্তান্তর
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
ঢাকা সহকারী জেলা প্রশাসক মোহাম্মদ রাজিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ (২২ ফেব্রুয়ারি) বলেন, এখনো ২২ মরদেহ হস্তান্তর বাকি রয়েছে।
ডিএনএ পরীক্ষার পর সেসব মরদেহ হস্তান্তর করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকার জেলা প্রশাসক দ্য ডেইলি স্টারকে বলেন, “যদি কোনো পরিবার মরদেহ সনাক্ত করতে পারে তাহলে তাদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে। তা না হলে আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা সনাক্ত করবো।”
আরও পড়ুন:
চকবাজারে আগুন: লাশ হস্তান্তরে ঢামেকে তথ্যকেন্দ্র
পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেবো না: সাঈদ খোকন
কেমিক্যাল নয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চকবাজারে আগুন: শিল্পমন্ত্রী
‘যারা চলে গেলেন, ক্ষমা করবেন’
Comments