‘মেসি সবার চেয়ে অনেক এগিয়ে’
কে সেরা প্রশ্নে বরাবারই দুই ভাগ ফুটবল বিশ্ব। একপক্ষের মতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিই সেরা। অন্যপক্ষ মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদোই। এ নিয়ে ভিন্ন ধরণের মত দিয়ে থাকেন সাবেক ফুটবলারও। তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার এগিয়ে রেখেছেন মেসিকেই। আর তার পেছনে অকাট্য যুক্তিও দিয়েছেন এ কিংবদন্তি।
সম্প্রতি টকস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে সেরা জানিয়ে এ ইংলিশ কিংবদন্তি বলেছেন, ‘মেসি অতুলনীয়। ৩১ বছর বয়স হয়ে গিয়েছে। তবুও দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ও। মেসি এমন ভাবে ফুটবল খেলে আমরা ভাবতেও পারি না। আমি অনেক ফুটবল দেখি। মেসি আর রোনালদোর মধ্যে কে এগিয়ে তা নিয়েও আলোচনা কম নয়। তবে আমার কাছে দু’জনের মধ্যে কোনও তুলনাই হয় না। ’
মেসি-রোনালদোকে নিয়ে তর্কের যথেষ্ট কারণ ও রয়েছে। দুই তারকাই একের পর এক কীর্তি গড়েছেন। ক্যারিয়ারে ৫টি ব্যালন ডি'অর জিতেছেন রোনালদো। জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগও। এছাড়া রয়েছে ২টি লালিগা শিরোপা। অপরদিকে মেসিও জিতেছেন ৫টি ব্যালন ডি'অর। চ্যাম্পিয়ন্স লিগ অবশ্য রোনালদোর ১টি কম জিতেছেন। তবে ৯টি লালিগা শিরোপা জিতেছেন এ তারকা।
যারা রোনালদোকে সেরা মানেন তাদের যুক্তির খণ্ডনও করেছেন লিনেকার, ‘অনেকে আমার কাছে মেসির সঙ্গে তুলনায় রোনালদোর দারুণ গোল করার ক্ষমতা নিয়েও জানতে চায়। আমি তাদের বলি, আপনারা মেসির পাস দেখেছেন? গোলের দিকে এগিয়ে যেতে যেতে ড্রিবল দেখেছেন ওর? ফুটবলে মেসি যে আনন্দটা নিয়ে আসে সেটাই আমার সব চেয়ে ভাল লাগে। ’
‘এমনকি মাঠের বাইরেও মেসিকে নিয়ে আগ্রহ কম নয়। মেসি কিন্তু এসবের পাশাপাশি গোলটাও করে। আমার মনে হয় অনেকেই সেটা অনেক সময় ভুলে যায়। সে পূর্ণ দলগত খেলোয়াড়, দলের কথা ভাবে। যে কোনও দলেই হোক না কেন, মেসির মতো ফুটবলার থাকলে জয়ের সম্ভাবনা যে অনেকটাই বেড়ে যায়, তাতে কোনও সন্দেহ নেই।’ – যোগ করে আরও বলেন ইংল্যান্ডের জার্সিতে ৪৮ গোল করা এ সাবেক ফুটবলার।
তবে মেসি তার পুরো ক্যারিয়ার লা লিগায় খেললেও রোনালদো ইউরোপের সেরা তিনটি লিগে খেলার চ্যালেঞ্জ নিয়েছেন। আর লা লিগাকেও অনেকে ততোটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ মনে করে না। তার জবাবও দিয়েছেন লিনেকার, ‘অনেকে টুকটাক ইংল্যান্ডের ফুটবল দেখেই মনে করে লা লিগায় খেলাটা ডালভাত। কিন্তু লা লিগার দলগুলো দেখুন কতো প্রতিযোগিতায় জেতে। ঘরোয়া প্রতিযোগিতা হোক কিংবা ইউরোপে। তাই বলছি, মেসি সবার চেয়ে অনেক এগিয়ে। এটা পানির মতোই সহজ ব্যাপার।’
Comments