নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ‘গণশুনানি’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে ‘গণশুনানি’ শুরু করেছে প্রধান বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে পূর্বঘোষিত এই ‘গণশুনানি’ শুরু হয়।
দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ‘গণশুনানি’ চলবে বলে ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের স্মরণে প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি শোক প্রস্তাব পড়ে শোনান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক নুরুল আমিন বেপারী, সাবেক বিচারপতি একেএম আনিসুর রহমান খান, অধ্যাপক দিলারা চৌধুরী এবং এডভোকেট মহসিন রশীদ।
‘গণশুনানিতে’ জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সারির নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে।
Comments