উমতিতিকে পেতে আরও তিন ম্যাচ অপেক্ষা বার্সার!
অলিম্পিক লিঁওর বিপক্ষে স্যামুয়েল উমতিতিকে স্কোয়াডে রেখে বেশ চমক দিয়েছিলেন বার্সেলোনা কোচ এরনাস্তো ভালভার্দে। তবে মাঠে নামাননি। অন্যতম সেরা এ ডিফেন্ডারকে পাওয়া নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার ছিল দলের জন্য। কিন্তু স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে এখনও খেলার মতো সম্পূর্ণ ফিট হয়ে ওঠেননি উমতিতি। কমপক্ষে আরও তিনটি ম্যাচ মিস করতে যাচ্ছেন এ ফরাসী।
হাঁটুর ইনজুরিতে পড়ে অস্ত্রোপচার করায় গত নভেম্বর থেকেই মাঠের বাইরে উমতিতি। বিশ্বকাপ জয়ী এ খেলোয়াড় অবশ্য গত মাস থেকে টুকটাক অনুশীলন করেছেন। পুনর্বাসনও চলছে পুরোদুস্তর। খেলার মতো ফিট হয়েছেন বলেও জানা গিয়েছিল। মূলত লিঁওর বিপক্ষে স্কোয়াডে রেখেই সমর্থকদের আশা বাড়িয়েছিলেন ভালভার্দে।
তবে স্পোর্তের মতে শনিবার সেভিয়ার বিপক্ষে তো উমতিতিকে পাচ্ছেই না বার্সেলোনা এমনকি এল ক্লাসিকোতেও থাকছেন না। আগামী সপ্তাহেই কোপা দেল রে ও লা লিগার ম্যাচে বার্নাব্যুতে টানা দুটি এল ক্লাসিকো খেলবে বার্সেলোনা। তবে আশা করা যাচ্ছে ৬ মার্চ জিরোনার বিপক্ষে মাঠে ফিরতে পারেন এ ফরাসী ডিফেন্ডার।
বর্তমানে জেরার্দ পিকে ও ক্লেমো লিংলে ছাড়া প্রথম সারির আর কোন ডিফেন্ডারকে খেলার মতো উপযোগী নেই বার্সেলোনার ডেরায়। কদিন আগেই ইনজুরিতে পড়েছেন থমাস ভারমালেন। কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে শীতকালীন দলবদলে অবশ্য ভ্যালেন্সিয়া থেকে জেইসন মুরিলোকে অন্তর্ভুক্ত করেছে দলটি। তবে বার্সার জার্সিতে ২টি কোপা দেল রের ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া বিকল্প হিসেবে বার্সেলোনা বি দলের মৌসা ওয়াগের উপর আস্থা রাখতে হচ্ছে দলটির।
Comments