বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট দলে লেগ স্পিনার অ্যাস্টল
বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট ম্যাচের জন্য নিউজিল্যান্ড তাদের টেস্ট দলে নিয়েছে লেগ স্পিনার টড অ্যাস্টলকে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
৩২ বছর বয়সী অ্যাস্টলের টেস্ট অভিষেক হয় সেই ২০১২ সালে। কিন্তু সাত বছরে তিনি খেলেছেন মাত্র তিন টেস্ট। গত বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন তিনি।
দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি ব্যাটসম্যান উইল ইয়ং। এছাড়া কেন উইলিয়ামসের নেতৃত্বে দলে আছেন নিউজিল্যান্ডের প্রথম সারির সব তারকাই।
রস টেইলর, হেনরি নিকোলাস, টম ল্যাথামদের নিয়া গড়া শক্ত ব্যাটিং লাইনআপের সঙ্গে আছে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের দুর্ধর্ষ্য পেস আক্রমণ।
২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। ৮ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের পর ১৬ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
টেস্টের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি ।
Comments