চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতরাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
chittagong university
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতরাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতরাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. আখতারুজ্জামান আমাদের বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে জানান, আহতদের পরিচয় এবং ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সংঘর্ষের সময় সেখানে আটটি ককটেল বোমা বিস্ফোরিত হয়।

গতরাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানকে (বর্তমানে এই কমিটি স্থগিত রয়েছে) ক্যাম্পাসে খুঁজতে আসেন তার অনুসারীরা।

এ সময় নিশানকে কোথাও খুঁজে না পেয়ে তার অনুসারীরা সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের অপর একটি গ্রুপের বিরুদ্ধে নিশানকে অপহরণের অভিযোগ তুলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, গতরাত সাড়ে ১১টার দিকে নিশানের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট গেট অবরোধ করে রাখে এবং সেখানে ১৫ মিনিট ধরে ভাঙচুর চালায়।

এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সংঘের্ষের পর নগরীর লালখান এলাকায় নিশানকে আহত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন তার অনুসারীরা।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago