চকবাজারে আগুন লাগার মুহূর্ত (ভিডিওসহ)
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় গত বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের শুরুর সময়ের দুটি ভিডিও দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।
হোটেল রাজমহল নামের একটি রেস্তোরার সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত এক ভিডিওতে দেখা যাচ্ছে- প্রতিদিনকার মতো ওইদিন রাত সাড়ে ১০টার দিকেও খাবার প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন রেস্তোরার কর্মীরা।
ঘড়ির কাটায় ঠিক যখন ১০টা বেজে ৩২ মিনিট, সেই সময় অকস্মাৎ বিস্ফোরণে দাউ দাউ আগুন। নিমিষেই রেস্তোরার সামনের অংশটি ধ্বসে গেল। চারপাশে ইট, কৌটা ও বোতল ছড়িয়ে পড়তে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই জ্বলতে থাকলো রাস্তার জ্যামে আটকে থাকা রিকশাগুলো।
এই শেষ নয়, ভয়াবহ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়তে থাকলো আশপাশে। এরমধ্যেই যারা সুযোগ পেয়েছেন তারা কোনোভাবে দিগ্বিদিক ছোটার চেষ্টা করছেন। তবে, অনেকে তাও পারেননি।
ওই রাতে চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশন ভবনের ওই আগুন এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ৬৭টি প্রাণ। অগ্নিদগ্ধ নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
Comments