‘পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গোডাউন সরিয়ে না নিলে ব্যবস্থা’
পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গোডাউন সরিয়ে না নিলে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
আগুনে ক্ষতিগ্রস্ত চকবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর আজ (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই হুশিয়ারি দেন।
স্থানীয় অধিবাসীদের উদ্দেশে মেয়র বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে তাদের এলাকায় কেউ রাসায়নিক পদার্থের মজুদ রাখতে না পারেন।
যদি কেউ এই নির্দেশনা না মানেন তাহলে সিটি করপোরেশন, নিকটবর্তী থানা অথবা জেলা প্রশাসকদের জানানোর অনুরোধও করে মেয়র বলেন, তাদেরকে জানানোর জন্যে ৯৫৫৬০১৫ হটলাইন খোলা হয়েছে।
এদিকে, আজ চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশন নামের ভবনটির নিচতলায় বেআইনিভাবে মজুদ করে রাখা শত শত দাহ্য রাসায়নিকের কনটেইনার অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে ডিএসসিসি কর্তৃপক্ষ।
দাবি করা হচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে এই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিলো। সেই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে।
Comments