জাজাইর ব্যাটে তুলকালাম, বিশ্বরেকর্ড গড়ে জিতল আফগানিস্তান

বিপিএল খেলতে এসে হজরতুল্লাহ জাজাই বলেছিলেন তিনি সব বলেই ছক্কা মারতে চান। খুনে ব্যাটিংয়ের কয়েকটি নজির দেখিয়েছিলেন আগেই। তবে শনিবার রাতে যা করলেন তা ছাপিয়ে গেল সব কিছুকে। তার দানবীয় সেঞ্চুরিতে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ল আফগানিস্তান, হলো বিশ্বরেকর্ড জুটি। এমন ম্যাচ হারা হতো আরও অস্বাভাবিক। পল স্টার্লিংরা জারিজুরি করেছেন বটে, তবে ডিঙাতে পারেননি প্রায় অসম্ভব চ্যালেঞ্জ।
Hazratullah Zazai
ছবি: আফগানিস্তান ক্রিকেট

বিপিএল খেলতে এসে হজরতুল্লাহ জাজাই বলেছিলেন তিনি সব বলেই ছক্কা মারতে চান। খুনে ব্যাটিংয়ের কয়েকটি নজির দেখিয়েছিলেন আগেই। তবে শনিবার রাতে যা করলেন তা ছাপিয়ে গেল সব কিছুকে। তার দানবীয় সেঞ্চুরিতে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ল আফগানিস্তান, হলো বিশ্বরেকর্ড জুটি। এমন ম্যাচ হারা হতো আরও অস্বাভাবিক। পল স্টার্লিংরা জারিজুরি করেছেন বটে, তবে ডিঙাতে পারেননি প্রায় অসম্ভব চ্যালেঞ্জ।

শনিবার সন্ধ্যায় ভারতের দেরাদুনের মাঠ দেখেছে চার-ছক্কার বৃষ্টি। আগে ব্যাটিং নিয়ে জাজাইর ৬২ বলে ১৬২ রানের ঝড়ে ২০ ওভারে রেকর্ড ২৭৮ রান করে আফগানরা। জবাবে আয়ারল্যান্ড পুরো ওভার খেলে থেমেছে ১৯৬ রানে।

৮৪ রানে বড় ব্যবধানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও ২-০ তে জিতে নিয়েছে আফগানরা।

আফগানদের জেতার চেয়ে বড় হয়েছিল রেকর্ডের ছড়াছড়ি। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার করা ৩ উইকেটে ২৬৩  রানকে ছাড়িয়ে আফগানিস্তান গড়ে নতুন বিশ্বরেকর্ড। ২৭৮ রান করার পথে নিজেদের আগের ২৩৩ রানকে অনেক পেছনে ফেলে যায় আফগানিস্তান।

উসমান ঘানির সঙ্গে ওপেন করতে নেমে জুটিতেও রেকর্ড গড়েন জাজাই। উদ্বোধনী জুটিতে দুজনে গড়েন ২৩৬ রান। দুজনেই মিলেই খেলেন ১৭ ওভার ৩ বল। টি-টোয়েন্টিতে যেকোন উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।  তারা ছাড়িয়ে যান অ্যারন ফিঞ্চ ও ডর্সি শর্টের ২২৩ রানের রেকর্ড জুটিকে।

খুনে ব্যাটিংয়ে জাজাই মেরেছেন ১৬ ছক্কা আর ১১ চার। সঙ্গী ঘানি ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে মারেন ৭ চার আর ৩ ছক্কা।

বিপুল রান তাড়ায় বিস্ফোরক শুরু করে আইরিশরাও। কেভিন ওব্রায়েন ও পল স্টার্লিং মিলে ১২৬ রানের জুটি গড়েন ১১ ওভার ৫ বলে। তবে রশিদ খান, মুজিব-উর-রহমানদের পিটিয়ে অতদূর যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ২৭৮/৩ (জাজাই ১৬২*, গনি ৭৩, শফিকউল্লাহ ৭, নবি ১৭, জাদরান ১*; লিটল ১/৪৯, র‌্যানকিন ১/৩৫, চেইস ১/৪৩, ডকরেল ০/২৪, গেটকেট ০/৪৮, সিমি ০/১৬, স্টার্লিং ০/২৪, ও’ব্রায়েন ০/৩৫)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৬ (স্টার্লিং ৯১, ও’ব্রায়েন ৩৭, বালবার্নি ২, টাকার ২, গেটকেট ২৪, ডকরেল ০, সিমি ১৭*, পয়েন্টার ১৫*; মুজিব ১/৩০, ফরিদ ১/৪৫, নবি ০/৩৬, জানাত ০/৩০, শিনওয়ারি ০/২৮, রশিদ ৪/২৫)

ফল: আফগানিস্তান ৮৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: হজরতউল্লাহ জাজাই

 

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Anwar Ibrahim to consider issue of Bangladeshi workers

Malaysian Prime Minister Anwar Ibrahim today promised to consider the issue of 18,000 Bangladeshi workers who missed a deadline to enter Malaysia saying that they need workers, but not "modern slaves"

6h ago