মেসির পঞ্চাশতম হ্যাটট্রিকে বার্সার রোমাঞ্চকর জয়
প্রতিপক্ষের মাঠে গিয়ে দুবার পিছিয়ে পড়ল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত খেললেন লিওনেল মেসি। ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক করে দলকে পাইয়ে দিলেন দারুণ এক জয়।
শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়াকে ওদের মাঠে গিয়ে ৪-২ গোলে হারিয়ে জিতেছে বার্সেলোনা। বার্সার হয়ে অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ।
খেলার শুরু থেকেই আক্রমণ- পালটা আক্রমণে জমে উঠে ম্যাচ। ইঙ্গিত মিলে জম্পেশ লড়াইয়ের। প্রথম মিনিটে গোল খেতে গিয়ে কোনরকমে বেঁচে যাওয়া বার্সা ২২ মিনিটে হজম করে গোল। সেই গোলে আবার বড় ভুল মেসির।
প্রতিপক্ষের পায়ে ভুল পাসে বল তুলে দিয়ে বিপদ বাড়ান বার্সা অধিনায়ক। প্রতি আক্রমণ থেকে নাভাসের গোলে এগিয়ে যায় সেভিয়া।
চার মিনিট পরই নিজের ভুলের খচখচানি মেটান মেসি। ইভান রাকিটিচের কাছ থেকে পাওয়া ক্রস ধরে দারুণ শটে জালে জড়ান মেসি। ৪২ মিনিটে ফের এগিয়ে যায় সেভিয়া। এবার সেভিয়ার হয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন গ্যাব্রিয়েল মার্কাডো।
পিছিয়ে থেকে বিরতিতে গিয়ে দ্বিগুণ তেজ নিয়ে ফেরে বার্সা। ৬৭ মিনিটে দলকে সমতায় আনেন মেসি। উসমান ডেম্বেলের পাস থেকে বল নিয়ে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। এই গোলের মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫০তম হ্যাটট্রিকের সঙ্গে ৬৫০তম গোল হলো মেসির।
৮৫ মিনিটে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। যোগ করা সময়ে আরও এক গোল করে জয়োৎসব সারেন সুয়ারেস। এই জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের উপরেই থাকছে বার্সেলোনা।
Comments