মিথিলা এবার লেখক
দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে এবার নতুন করে যুক্ত হতে যাচ্ছে লেখক পরিচয়। ছোটদের জন্যে গল্প লিখছেন তিনি। খুব শিগগিরই গল্পগুলো নিয়ে একটি সিরিজ বই প্রকাশিত হবে। গল্পগুলো সাত বছরের শিশুদের উপযোগী করে লেখা হচ্ছে।
মিথিলার সিরিজটির নাম হবে ‘আইরা ও মায়ের অভিযান’।
দ্য ডেইলি স্টার অনলাইনকে মিথিলা বলেন, “শিশুদের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে হয়। সেখানে আমাকে অনেক মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সে সময় আমার মেয়ে আইরা সঙ্গে থাকে। সেসব অভিজ্ঞতা থেকে গল্পগুলো লিখছি। মনে হয়েছে আমাদের দেশের শিশুদের এসব বিষয় জানা দরকার।”
তিনি আরও বলেন, “প্রকাশকদের সঙ্গে কথা হচ্ছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি। আমি কিছুদিনের জন্যে দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। সেখান থেকে ফিরে বই প্রকাশের বিষয়ে উদ্যোগ নিবো।”
Comments