সব জিততে চান মেসি
একাই যে ম্যাচের নিয়ন্ত্রণ ঘুরিয়ে দিতে পারেন তা আগের দিন সেভিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে করে দেখিয়েছিলেন লিওনেল মেসি। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার দেখিয়েছেন। নাম ডাকে বেশ বড় ক্লাব হলেও বার্সেলোনাকে প্রায় একাই টানছেন এ আর্জেন্টাইন। তাই নিজের ওজনটা খুব ভালো করেই জানেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়। আর তা থেকেই হয়ত এবার সব জেতার প্রত্যয় ঝরে তার কণ্ঠে।
আগের দিন সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসি। যা তার ক্যারিয়ারের ৫০তম। এছাড়া ম্যাচের অপর গোলটিও বানিয়ে দিয়েছেন তিনিই। শুধু তাই নয়, প্রতিপক্ষ গোলরক্ষক বাধা হয়ে না দাঁড়ালে হয়তো আরও বেশি গোল পেতে পারতেন তিনি। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন। কিন্তু চলতি মাসের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ঊরুতে আঘাত লেগেই সব উলট পালট। এরপর কিছুটা ছন্দপতন হয়।
আর তার ছন্দপতনের প্রভাব পড়ে পুরো ক্লাবেই। চলতি মাসে সব প্রতিযোগিতা মিলে জয় পেয়েছে তারা মাত্র দুটি ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওঁর সঙ্গে, লা লিগায় অ্যাতলেতিক বিলবাও ও ভ্যালেন্সিয়া এবং কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দলটি। সেভিয়ার বিপক্ষে জয়ের আগে দুর্বল রিয়াল ভায়াদলিদের বিপক্ষে জয় পেয়েছিল তারা। তবে ছন্দ ফিরে পেয়েই আত্মবিশ্বাসটা যেন আরও বেড়েছে মেসির।
শনিবার ম্যাচ শেষে চলতি মৌসুমের সব ট্রফি জয়ের কথাই বলেন মেসি। বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শিরোপা জয়ের দৌড় বহু লম্বা। অনেক পথ বাকি। তবে এখানে জিতে ব্যবধান গড়াটা গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আরও বেশ কিছু কঠিন ম্যাচ রয়েছে। এটা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা এখনও কোন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়িনি। আমরা সবকিছু জেতার চেষ্টা করব।’
আগামী বুধবারই কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে রয়েছে দলটি। তবে বার্নাব্যুতেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মেসি, ‘আমরা কোপা দেল রের ফাইনাল থেকে এক ধাপ পিছিয়ে। তবে সেই ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন হবে। কারণ রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের খেলতে হবে তাদেরই ঘরের মাঠে। কাজটা সহজ নয়। তবে সর্বাত্মক চেষ্টা করব জিততে এবং আমরা আত্মবিশ্বাসীও যে, আমরা তা পারব। এরপর আমরা লিগ নিয়ে আবার চিন্তা করব।’
চ্যাম্পিয়ন্স লিগের কথা অবশ্য আলাদা করে কিছু বলেননি মেসি। অবশ্য সব জয়ের প্রত্যাশাতেই বুঝিয়ে দিয়েছেন মনের ভাব। আর ক্যারিয়ারে দুই দুইবার ট্রেবল জিতেছেন তিনি। জিতেছেন হেক্সাও। সব জয়ের স্বাদ পাওয়া এ খেলোয়াড় আরও একবার এমন কীর্তি গড়তে মুখিয়েই থাকবেন, এমনটাই তো স্বাভাবিক এ তারকার জন্য।
Comments