‘আক্রমণাত্মক হওয়ায় ছিনতাইকারীর এই অবস্থা হয়েছে’

সেনা, বিমান ও নৌবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজের ছিনতাইকারী নিহত হয়েছেন। অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
Biman Bangladesh Airlines
২৪ ফেব্রুয়ারি ২০১৯, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজটিকে ঘিরে রাখে। ছবি: রাজিব রায়হান

সেনা, বিমান ও নৌবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজের ছিনতাইকারী নিহত হয়েছেন। অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জিওসি মেজর জেনারেল মতিউর রহমান বলেন, “ছিনতাইকারী আক্রমণাত্মক হওয়ায় তার এই অবস্থা হয়েছে।”

তিনি বলেন, “আমরা খুব দ্রুত এই অভিযানটি পরিচালনা করেছিলাম। ছিনতাইকারী আক্রমণাত্মক হওয়ায় তার সঙ্গে বেশি কথা বলা যাচ্ছিলো না।”

প্রথমে তাকে আহত করা হয় এবং পরে তিনি মারা যান বলেও জানান জিওসি।

তিনি আরও বলেন, ছিনতাইকারী নিজেকে মাহাদী হিসেবে পরিচয় দিয়েছিলো। তবে তার প্রকৃত পরিচয় জানা যায়নি।

মেজর জেনারেল মতিউর রহমানের মতে, প্রাথমিকভাবে ছিনতাইকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলো। “তিনি তার স্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তার ফোন নম্বর দিতে পারেননি।”

আজ সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে ময়ূরপঙ্খী নামের বিজি-১৪৭ ফ্লাইটটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর উড়োজাহাজের ভেতরে থাকা ‘ছিনতাইকারীকে’ আহত অবস্থায় আটক করা হয়।

আরও পড়ুন:

‘প্রধানমন্ত্রী ও স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ছিনতাইকারী’

‘আহত অবস্থায় বিমান ছিনতাইকারীকে আটক’

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago