বিমান ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বিমান ছিনতাইয়ের’ ঘটনার কারণে উদঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেনকে পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলীর সরাসরি আদেশে আজ (২৫ ফেব্রুয়ারি) এই কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ময়ূরপঙ্খী (বিজি-১৪৭ ফ্লাইট) ছিনতাইয়ের চেষ্টা করেন এক ব্যক্তি। এরপর, সেনা, বিমান ও নৌবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এক যৌথ অভিযানে তিনি নিহত হন। এ ঘটনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কয়েকঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
আরও পড়ুন:
‘আক্রমণাত্মক হওয়ায় ছিনতাইকারীর এই অবস্থা হয়েছে’
‘প্রধানমন্ত্রী ও স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ছিনতাইকারী’
Comments