মরদেহের দাবি করছেন না কেউই

চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইকারীর মরদেহ দাবি করছেন না কেউই।
ctg hijacker
চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা বিমান ছিনতাইকারীর মরদেহ। ছবি: দৈনিক প্রথম আলোর সৌজন্যে

চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইকারীর মরদেহ দাবি করছেন না কেউই।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক এবিএম সরওয়ার ই ইলাহী দ্য ডেইলি স্টারকে আজ (২৫ ফেব্রুয়ারি) জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা ছিনতাইকারীর মরদেহের দাবি এখন পর্যন্ত কেউ করেননি।

জানা যায়, নিহত ছিনতাইকারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিকে, ছিনতাইকারীকে মোহাম্মদ পলাশ আহমেদ হিসেবে সনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব। গতকাল (২৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছিলো যে বিমান ছিনতাইকারী নিজেকে মাহাদী বলে পরিচয় দিয়েছেন।

র‌্যাবের দেওয়া তথ্যে জানা যায়, পিয়ার জাহান সরদারের ছেলে পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।

Comments