ঢাকা উত্তর সিটি নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ২৮ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে নগরীর নির্বাচনী এলাকায় আগামী ২৮ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
DNCC logo

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে নগরীর নির্বাচনী এলাকায় আগামী ২৮ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ (২৫ ফেব্রুয়ারি) এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় উপনির্বাচন চলাকালে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সেদিন যদি কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রগুলো এবং পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওয়ায় পড়বেন না।

ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Comments