এক নজরে অস্কারের মূল বিজয়ীরা

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আজ (২৫ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় অস্কারের ৯১তম আসর।
Peter Farrelly
৯১তম অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে ‘গ্রিন বুক’ পরিচালক পিটার ফারিলি। ছবি: রয়টার্স

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আজ (২৫ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় অস্কারের ৯১তম আসর।

এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘গ্রিন বুক’। মার্কিন পরিচালক পিটার ফারিলির এই জীবনীভিত্তিক রম্যচলচ্চিত্রটি আইএমডিবির জরিপে পেয়েছে ১০ এর মধ্যে পেয়েছে ৮.৩ এবং রটেন টম্যাটোর জরিপে পেয়েছে ৭.৩।

এবার সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ‘রোমা’ পরিচালক আলফনসো কুয়ারনের হাতে।

সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘বোহিমিয়ান র‌্যাপসোডি’-র মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী রামি মালেক। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘দ্য ফেভারিট’-এর ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান।

অস্কারের ৯১তম আসরে সেরা বিদেশি চলচ্চিত্রের পুরস্কার গিয়েছে মেক্সিকোর ঘরে। মেক্সিকো সিটির ঘটনা নিয়ে নির্মিত পরিচালক আলফনসো কুয়ারনের ‘রোমা’ পেয়েছে সেই পুরস্কার।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র (ফিচার)-এর পুরস্কার পেয়েছে ‘স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স’ এবং সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র (শর্ট)-এর পুরস্কার পেয়েছে ‘বাও’।

 

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

9h ago