পাকিস্তানের জঙ্গি আস্তানায় হামলার সত্যতা নিশ্চিত করেছে ভারত

পাকিস্তানের অভ্যন্তরীণ একটি জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে ভারত। আজ (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানের সাহায্যে এই অভিযান চালানোর সত্যতা নিশ্চিত করেছেন দেশটির এক মন্ত্রী।
pakistan
২৬ ফেব্রুয়ারি ২০১৯, পাকিস্তানের বালাকোট এলাকায় ভারতীয় বিমান হামলার পর পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর)-এর পক্ষ থেকে এই ছবিটি প্রকাশ করা হয়। ছবি: এএফপি

পাকিস্তানের অভ্যন্তরীণ একটি জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে ভারত। আজ (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানের সাহায্যে এই অভিযান চালানোর সত্যতা নিশ্চিত করেছেন দেশটির এক মন্ত্রী।

ভারতের কৃষিমন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত এক টুইটবার্তায় বলেন, “বিমান বাহিনী আজ ভোরে নিয়ন্ত্রণ রেখা (লক- লাইন অব কন্ট্রোল) পেরিয়ে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে এবং আস্তানাটি সম্পূর্ণরূপে গুড়িয়ে দিয়েছে।”

অপরদিকে পাকিস্তান সেনাবাহিনী বলছে, “বিতর্কিত কাশ্মীর এলাকা দিয়ে ভারতীয় বিমান পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলো ঠিকই, কিন্তু পাকিস্তানি জেট বিমানের তাড়া খেয়ে সেটি পলায়ন করেছে। তবে, এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।”

Comments

The Daily Star  | English
HSC results 2024 publication date

HSC results to be published on October 15

The results will be published around 11:00am that day

1h ago