টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড শুভাগতর

Shuvagata Hom
ছবি: ফিরোজ আহমেদ

টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন শুভাগত হোম চৌধুরী। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মেঘলা দুপুরে ব্যাটের দ্যুতি দেখান শুভাগত। তার তাণ্ডবে ২০ ওভারে ১৯২ রান করে শাইনপুকুর। ১৬ বলে ফিফটিতে পৌঁছানো শুভাগত ইনিংস শেষে অপরাজিত থাকেন ১৮ বলে ৫৮ করে। এর আগে ২০১৩ সালে মিরপুরে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ১৯ বলে ফিফটি করে ছিলেন মুমিনুল হক। অফিসিয়াল টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ছিল সেটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন তিনি।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া শাইনপুকুরের হয়ে ১৬তম ওভারে ব্যাট করতে নামেন শুভাগত। তখন দলের রান ছিল ১০৯। পরে শুভাগতর তান্ডবে সেই রান গিয়ে দাঁড়ায় ১৯২ তে। কাজি অনিক আর আলাউদ্দিন বাবুর উপর দিয়ে বয়ে যায় ঝড়। শেষ দুই ওভারে এই দুজন দেন ৪১ রান। শুভাগত তার বিস্ফোরক ইনিংসে মারেন চার বাউন্ডারি আর হাফ ডজন ছক্কা।

শুভাগতর পাশাপাশি তৌহিদ হৃদয়  ৪১ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর ক্রিকেট ক্লাব:  ২০ ওভারে ১৯২/৪ (সাব্বির ১০, সোহরাওয়ার্দি ২, আফিফ ২৫, তৌহিদ ৬৬*, রাকিব ২২, শুভাগত ৫৮* ; আলাউদ্দিন ১/৪৫, অনিক ১/৬২, সোহাগ ০/২৮, নিহাদুজ্জামান ০/৩২, সাকলাইন ১/২৩ )

 

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago