শুভাগতের রেকর্ড ফিফটিতে মোহামেডানকে বিদায় করল শাইনপুকুর
তৌহিদ হৃদয়ের দায়িত্বশীল ফিফটির পর টি-টোয়েন্টিতে শুভাগত হোম চৌধুরী করেন রেকর্ড ফিফটি। বিশাল রান করা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জবাব দিতে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শাইনপুকুরের করা ১৯২ রানের জবাবে মোহামেডান করতে পেরেছে ১৭০ রান। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে উঠেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। গ্রুপ-সি তে প্রথম ম্যাচে নেমেই হার নিয়ে তাই বিদায় নিয়েছে মোহামেডান।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেঘলা দুপুর ব্যাটের দ্যুতিতে রাঙান শুভাগত। তৌহিদ হৃদয় দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৬৬ রান করলেও বিস্ফোরক ইনিংসে সব আলো কেড়ে নেন শুভাগত।
ইনিংসে ১৬তম ওভারে তিনি যখন ব্যাট করতে নামেন তখন দলের রান ১০৯। দেড়শো পেরিয়ে যাওয়ায় তখন তাদের অনেক বড় অর্জন হতে পারত। ওই অবস্থা থেকে তাণ্ডব শুরু করেন শুভাগত। মাত্র ১৬ বলে ফিফটি পেরিয়ে ভেঙে দেন ২০১৩ সালে মুমিনুল হকের করা ১৯ বলে ফিফটির রেকর্ড।
দানবীয় ব্যাটিংয়ে শেষ চার ওভারে ৭৭ রান তুলে তাই দুশো রানে কিনারে চলে যায় শাইনপুকুর।
১৯৩ রানের বড় লক্ষ তাড়ায় শুরুটা জুতসই করেছিল মোহেমডান। দুই ওপেনার অভিষেক মিত্র আর আব্দুল মজিদ এনে দেন ভালো শুরু। ১৪ বলে ১৯ করে অভিষেক ফেরার পর উল্টো যাত্রা শুরু হয় মোহামেডানের। ওয়ানডাউনে নেমে দলের চাহিদা মেটাতে পারেননি আশরাফুল
২০ বলে ২১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে সাতে নেমে উইকেটকিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর খেলেছিলেন চনমনে। তবে ২৯ বলে ৫০ রানের ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২০ ওভারে ১৯২/৪ (সাব্বির ১০, সোহরাওয়ার্দি ২, আফিফ ২৫, তৌহিদ ৬৬*, রাকিব ২২, শুভাগত ৫৮* ; আলাউদ্দিন ১/৪৫, অনিক ১/৬২, সোহাগ ০/২৮, নিহাদুজ্জামান ০/৩২, সাকলাইন ১/২৩ )
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২০ ওভারে ১৭০/৯ (অভিষেক ১৯, মজিদ ৩৩, আশরাফুল ২১, রকিবুল ১৬, নাদিফ ১, সোহাগ ১, ইরফান ৫০*, আলাউদ্দিন ১৩, নিহাদুজ্জামান ০, অনিক ০, সাকলাইন ৪* ; সোহরাওয়ার্দি ২/১৭, সুজন ২/৪০, হামিদুল ২/৩৪, টিপু ০/১৭, দেলোয়ার ১/৩২ , শুভাগত ০/১৯, আফিফ ১/৭)
ফল: শাইনপুকুর ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম চৌধুরী।
Comments