‘শাহেনশাহ’র রাজকীয় প্রচারণা
ছবি মুক্তির আগেই শুরু হয়ে গেছে প্রচারণার প্রস্তুতি। ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘শাহেনশাহ’ ছবির প্রথম গান। ‘রসিক আমার’ শিরোনামের গানটি একদিনেই ভিউ পেয়েছে কয়েক লাখ।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) গানটি প্রকাশিত হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত লাখের কাছাকাছি দর্শক এটি দেখেছেন।
স্যাভি ও কনার কণ্ঠে গাওয়া গানটিতে শাকিব খান ও নুসরাত ফারিয়ার দুর্দান্ত উপস্থিতি দর্শকদের মন ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশংসা করেছেন গানটির।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিটিতে শাকিব খান ও নুসরাত ফারিয়ার পাশাপাশি রয়েছেন নবাগতা রোদেলা জান্নাত।
আগামী মার্চে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে ‘শাহেনশাহ’র।
Comments