দলের রান বাড়ানোর তাড়াতেই অমন রেকর্ড শুভাগতর
নেমেছিলেন ইনিংসের ১৬তম ওভারে। ইনিংসের বাকি ছিল তখন ২৮ বল। দলের রান ১০৯ থেকে বাকি ২৮ বলে বড়ে হয়ে যায় ১৯২। ওই সময় ১৬ বলে ফিফটি করে তোলপাড় করা এক ইনিংস খেলেন শুভাগত হোম চৌধুরী। এমন রেকর্ড করার পর বললেন রেকর্ডের কথা জানতেনই না তিনি, কেবল দলের রান বাড়াতে চেয়েছিলেন মারতে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৬ বলে ফিফটি করা শুভাগত করেন ১৮ বলে ৫৮। সঙ্গী তৌহিদ হৃদয় খেলেন ৪১ বলে ৬৬ রানের ইনিংস। এই দুজনের ব্যাটে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের করা ১৯২ রানের জবাবে ১৭০ রানে থামে মোহামেডান।
এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে দুই ম্যাচেই শুভাগতই জিতিয়েছেন শাইনপুকুরকে। আগের দিন কার্টেল ওভারের ম্যাচ ১০ বলে ৩২ করে জেতানোর পর খেললেন ১৮ বলে ৫৮ রানের ঝড়। ইনিংসে হাফ ডজন ছক্কা আর চারটি বাউন্ডারি মারেন শুভাগত। অর্থাৎ বাউন্ডারি থেকেই আসে তার ৫২ রান।
পাঁচ ও ছয়ে নামা দুই ম্যাচেই তার সামনে পরিস্থিতি ছিল পিটিয়ে খেলার। ম্যাচ শেষে জানালেন সেটাই করতে চেয়েছেন ঠিকঠাক, ‘আসলে চেষ্টা করি প্রতি ম্যাচেই রান করতে। কাল পরিস্থিতি ছিল এমন যে প্রতি বলে বলেই বাউন্ডারি দরকার ছিল। চেষ্টা করেছিলাম, ভাগ্যও ছিল পক্ষে, তাই হয়ে গেছে। ব্যাটে বলে ভালো লাগছিল। ’
‘আর রেকর্ডের চিন্তা তো মাঠে খেলার সময় থাকে না। আজকেও রান বাড়ানোর তাড়া ছিল। চার-পাঁচ ওভার ছিল বাকি। চেষ্টা করছিলাম বড় শট খেলার। হয়ে গেছে।’
Comments