তানজিদের ব্যাটে খেলাঘরের বিদায়

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পেয়েছিল অল্প পূঁজি। রান তাড়ায় প্রথম বিভাগ থেকে উঠে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব ওই রান অনায়াসে তাড়া করেছে ওপেনার তানজিদ হাসানের ব্যাটে।
Tanzid Hasan
ফাইল ছবি

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি পেয়েছিল অল্প পূঁজি। রান তাড়ায় প্রথম বিভাগ থেকে উঠে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব ওই রান অনায়াসে তাড়া করেছে ওপেনার তানজিদ হাসানের ব্যাটে।

নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করে খেলাঘর। ৭ বল হাতে রেখে ওই রান টপকে ৬ উইকেটে জিতেছে উত্তরা। টানা দুই হারে তাই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে খেলাঘর।

টস জিতে আগে ব্যাট করতে গিয়ে এদিন শুরু থেকেই ধুঁকেছে খেলাঘর। দলের ২৫ রানেই ফেরেন তিন টপ অর্ডার। মিডল অর্ডারে রাফসান আল মাহমুদ আর মইনুল ইসলাম কিছুটা ঠিকলেও বড় রান করতে পারেননি।

১০৯ রানের বেশি তাই করতে পারেনি খেলাঘর। জবাবে শুরুতে উইকেট হারিয়েছিল উত্তরাও। ২৩ রানেই তারাও হারায় তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে। কিন্তু দলকে পথে রাখেন তানজিদ। ৫৭ বলে ৫ চার আর তিন ছক্কায় ৭২ রান করে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। চতুর্থ উইকেটে তার সঙ্গে ৮২ রানের জুটি গড়া মিনহাজ খান করেন ২৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি:  ১৭ ওভারে ১০৯/৭  (রবিউল ৯, সাদিকুর ৪, মাহিদুল ০, রাফসান ২৮, মইনুল ২০, মোসাদ্দেক ইফতি ৬, মাসুম ১, রবিউল ১৭*, তানবীর ৭*; নাহিদ ১/২৭, রশিদ ২/১৫, মোহাইমেনুল ১/১৮, সোহেল ০/৩০, সাজ্জাদ হোসেন ২/৫, নাইমুল ১/৬)

উত্তরা স্পোর্টিং ক্লাব: ১৫.৫ ওভারে ১১০/৪ (তানজিদ ৭২*, ইমন ০, জনি ৪, মোহাইমেনুল ৩, মিনহাজ ২৮, শুভ্র ২*  ; রবিউল ৩/২৩, ইরফান ১/২৪, ইফতি ০/১৭, তানবীর ০/১৮, মাসুম ০/১৪, রিশাদ ০/১৩)

ফল: উত্তরা স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তানজিদ হাসান।

 

 

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago