[ভিডিও] ৩শ’ কেজি ওজনের বাঘা আইড়
সিলেট নগরীর লালবাজারে ৩শ’ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘা আইড় মাছ উঠেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সেই মাছ বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মাছব্যবসায়ী মো. মখলিছ মিয়া।
শুধু খাওয়া নয়, মাছ দেখার মধ্যেও আনন্দ আছে- সেই অনুভূতি থেকে গতকাল সন্ধ্যায় মাছটি দেখতে বাজারে ভিড় জমে উৎসুক জনতার। এ সময় এক ক্রেতা দেড় লাখ টাকা পর্যন্ত দাম হাঁকেন।
কিন্তু, বিক্রেতা মখলিছ মিয়া আজ সকালে মাছটি কেটে বিক্রি করার সিদ্ধান্ত নেন। এতে দাম পড়ছে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
Comments