উত্তরাকে হারিয়ে সেমিতে শেখ জামাল
ফতুল্লায় এদিনও সকাল থেকে বাগড়া দিল বৃষ্টি। আগের দুইদিনের চেয়ে মাত্রা ছিল বেশি। ম্যাচের ব্যাপ্তিও তাই কমল আরও। বৃষ্টির ফাঁকগলে অল্প বিস্তর যা খেলা হয়েছে তাতে ডিএল মেথডে জিতে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বুধবার ভেজা মাঠে টস জিতে শেখ জামালকে ব্যাট করতে দিয়েছিল উত্তরা। নির্ধারিত ৮ ওভারে তারা করে ৫ উইকেটে ৭২ রান। বৃষ্টির কারণে আরও এক ওভার কমে গেলে উত্তরার লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। কিন্তু তারা তুলতে পেরেছে ৫৯ রান। ৪ রানে জিতে তাই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে নুরুল হাসান সোহানদের।
১ মার্চ দুপুর সাড়ে ১২টায় প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
সকালে খেলার শুরুটা দারুণ করেছিল শেখা জামাল। দুই ওপেনার এনে দেন ঝড়ো শুরু। তবে দুই ওপেনারকে ফিরিয়ে এক ওভারে তিন উইকেট নিয়ে খেলা জমিয়ে তুলেছিলেন সাজ্জাদ হোসেন।
৭ ওভারে হাতে ১০ উইকেট নিয়ে ৬৪ রানের লক্ষ্য অনেকটা নাগালের মধ্যেই ছিল উত্তরার। কিন্তু শুরু থেকেই উইকেট হারিয়ে আর লক্ষ্যের দিকে থাকেনি তারা। উত্তরাকে আটকে রাখতে কাজের কাজ করেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। ২ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট।
Comments