মোস্তাফিজ বিশ্রামে, ইবাদতকে অভিষেক করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা খেলার ধকল সামলাতে একাদশে রাখা হলো না মোস্তাফিজুর রহমানকে। তার বদলে অভিষেক হয়েছে পেসার ইবাদত হোসেনের। সেডন পার্কের অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে নামা বাংলাদেশ সবুজ উইকেটে টস হেরে আগে ব্যাট করছে।
আগেই জানা গিয়েছিল হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। তিনি না থাকায় একাদশ সাজাতে বেশ হিমসিমই খেতে হয় বাংলাদেশকে। সাত ব্যাটসম্যান, এক স্পিনার আর তিনজন পেসারকে একাদশে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিম ইকবালের সঙ্গে সাদমান ইসলামের ওপেনিং জুটির পর মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন আর মাহমুদউল্লাহ থাকছেন মিডল অর্ডারে। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলা লিটন দাস খেলবেন ছয়ে। সাকিব আল হাসান না থাকায় টেস্ট দলে ডাক পাওয়া সৌম্য সরকার আছেন সাতে।
এই টেস্টে বাংলাদেশ পেস বোলিং আক্রমণ একেবারেই অনভিজ্ঞ। পেসার আবু জায়েদ রাহির ঝুলিতে আছে তিন টেস্ট। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলছেন সৈয়দ খালেদ আহমেদ। আর ইবাদতের তো হয়েছে অভিষেকই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন।
Comments