গেইলের ‘৫০০’ আর ১০ হাজার
সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে ছিল ৪৭৬ ছক্কা। প্রথম ম্যাচেই ১২ ছক্কা মেরে শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে যান ক্রিস গেইল। পরের ম্যাচে মারেন ৪টি। আর এবার মারলেন ১৪টি। প্রথম ক্রিকেটার হিসেবে পৌঁছালেন ৫০০ ছক্কার অনন্য মাইলফলকে। ৫০০তম ছক্কায় পৌঁছান ওয়ানডেতে দশ হাজারি ক্লাবেও। তবে এত অর্জনের ম্যাচেও দলকে জেতাতে পারেননি গেইল।
ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি মিলিয়ে গেইলের ছক্কা এখন ৫০৬টি। গ্রানাডায় ঝড় তুলে ৯৭ বলে গেইল করেছেন ১৬৭। তবু ৪১৯ রান তাড়ায় গিয়ে পারেনি তার দল। ৩৮৯ রানে থেমে উইন্ডিজ হেরেছে ২৯ রানে।
১৪ ছক্কার মধ্যে অষ্টমটিতে আদিল রশিদকে উড়ানোর সময় পৌঁছান ৫০০ নম্বরে। ব্রায়ান লারার পর মাত্র দ্বিতীয় ক্যারিবিয় ব্যাটসম্যান হিসেবে তখন পৌঁছান ১০ হাজারি ক্লাবে।
খানিক পরই আরেকটি রেকর্ডও জমা হয় গেইলের ঝুলিতে। কোন দ্বিপাক্ষিক সিরিজে ভেঙে দেন সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজে ২৩ ছক্কা মেরেছিলেন ভারতের রোহিত শর্মা। তিন ম্যাচ ব্যাট করেই ৩০ ছক্কা মেরে তাকে অনেক পেছনে ফেলে দিয়েছেন গেইল।
গেইলের মাইলফলক ছোঁয়া হয়েছে আরেকটি। আফ্রিদির পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ ছক্কাও হয়ে গেছে তার।
Comments