গরম খিচুড়ি-চা খেয়ে ভোট দিতে আসার অনুরোধ আতিকুলের

Atiqul Islam
২৮ ফেব্রুয়ারি ২০১৯, রাজধানীর আজমপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ভোটকেন্দ্রে এসে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

রাজধানীর আজমপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে আজ (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই আনুরোধ জানান।

সাংবাদিকদের তিনি বলেন, “আজকে ছুটির দিন, বৃষ্টির দিন। একটা আমেজের দিন। ভোটের দিনও আজকে। আমি সবাইকে বলবো ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই আসেন গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে। আপনারা সবাই ভোট দিতে আসবেন।”

সকালে বৃষ্টি থাকায় কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম ছিলো। সেসময় কোনো কোনো ভোটকেন্দ্রে ভোটারদের দেখা পাওয়া যায়নি।

মহাখালী মডেল হাই স্কুল কেন্দ্রে সকাল ৯টা ৪০ মিনিটেও কোনো ভোটার উপস্থিতি দেখা যায়নি। এমনকি, আধা ঘণ্টা অপেক্ষা করার পরও ২ হাজার ২১৪ ভোটারের এই কেন্দ্রটিতে কাউকে ভোট দিতে আসতে দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago