কাশ্মীরে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে সতর্ক বিএসএফ

bsf
এনডিটিভি ফাইল ছবি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের উত্তেজনাকে ঘিরে বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বাহিনীটির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বিএসএসফ। 

বুধবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার সুযোগ নিয়ে যাতে কোনো দুর্বৃত্ত ও সন্ত্রাসী সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য প্রতিরোধমূলক নিয়েছে বিএসএফ।

কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, সুন্দরবনের নদী এলাকায় তাদের টহল জোরদার করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতের ৪০ জন সিআরপিএফ সদস্য নিহত হন। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। এরপর মঙ্গলবার ভারতের তরফে বলা হয়, তারা আকাশ সীমা অতিক্রম করে জঙ্গি সংগঠনটির আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

এর জবাবে পাকিস্তানও বিমান হামলা চালায়। পাকিস্তানের ভাষ্য, পাল্টা হামলার সক্ষমতা প্রদর্শন করতেই তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় বোমা বর্ষণ করেছে।

এ নিয়ে উত্তেজনা চরমে থাকার মধ্যেই গতকাল বুধবার দেশদুটি একে অপরের যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায়। এই ঘটনায় ভারতের একজন বৈমানিককেও আটক করেছে পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

5h ago