বার্সাকে ছয় গোল দিতে দেওয়া চলবে না: রামোস

ছবি: এএফপি

ঘরের মাঠে আগের দিন শুরু থেকেই দারুণ খেলছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে হঠাৎ পাল্টে যায় চিত্র। ২৩ মিনিটের ব্যবধানে ৩টি গোল খেয়ে যায় তারা। পরিস্থিতি এমন ছিল যেন রক্ষণভাগ যেন তখন খেলাই ভুলে গিয়েছিল। আর তাতে ভয়ও পেয়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। আবার না বড় কোনো হার অপেক্ষা করছে তাদের। আর তখন সতীর্থদের সতর্ক করে দিয়েছিলেন রিয়াল অধিনায়ক সের্জিও রামোস।

ন্যু ক্যাম্পে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরেছিল রিয়াল। সে ম্যাচের এক পর্যায়ে যেন ঘাবড়ে গিয়েছিলেন দলের খেলোয়াড়রা। গতকালও অল্প সময়ের ব্যবধানে তিন গোল খাওয়ায় ভয় ঢুকে যায় তাদের। সুয়ারেজের পানেনকা স্পটকিক নেওয়ার পর তাই সতীর্থদের সতর্ক করে দিয়ে রামোস বলেছেন, ‘তাদের ছয় গোল দিতে দেওয়া চলবে না।’

তার কথার প্রতিফলনও দেখা যায় মাঠে। প্রথমার্ধে অলআউট খেলা দলটি এরপর আর আক্রমণে যায়নি। গোল শোধের জন্য মরিয়া হয়ে না খেলে লজ্জাজনক হার এড়াতে চায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অথচ প্রথম লেগে বার্সেলোনার মাঠ থেকে ১-১ গোলের দারুণ ফল নিয়ে ফিরেছিল দলটি।

বার্সেলোনাকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর রেকর্ড গড়া রিয়াল কখনো তাদের কাছে ৫ গোলের বেশি ব্যবধানে হারেনি। ১৯৫০ সালে বার্সেলোনার বিপক্ষে ৭-২ গোলে হেরেছিল রিয়াল। সেটাই দলটির সর্বোচ্চ পরাজয়। অবশ্য বার্সেলোনার বিপক্ষে রিয়ালের বড় জয়গুলো সবই ছিল বিংশ শতাব্দিতে।  সাম্প্রতিক সময়ে বড় বড় জয় পেয়ে যাচ্ছে কাতালান ক্লাবটিই। ২০১০ সালে রিয়ালকে ৫-০ গোলে হারায় তারা।

সূত্র: মার্কা

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

5h ago