৫০ শতাংশ ভোট পড়েছে: অনুমান ইসি সচিবের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, “ঢাকার দুই সিটির সবগুলো কেন্দ্র মিলে অনুমান করছি ৫০ শতাংশ ভোট পড়তে পারে।”
হেলালুদ্দীন আহমদ বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কথার পুনরাবৃত্তি করে ইসি সচিব বলেন, “নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার ব্যাপারে কমিশনের কিছু করার নেই।”
এর আগে, আজ সকালে সিইসি সাংবাদিকদের বলেন, “আমরা ভোটকেন্দ্রের পরিবেশ সৃষ্টি করি। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার আনতে পারবো না।”
নির্বাচন ব্যবস্থায় কোন ত্রুটি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।”
Comments