বইমেলা আরও দুই দিন
বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। এর ফলে, এবারের বইমেলা চলবে ২ মার্চ (শনিবার) পর্যন্ত।
আজ (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, “লেখক এবং প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।”
গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। আজ সন্ধ্যায় এবারের মতো এক মাস দীর্ঘ এই মেলার পরিসমাপ্তি হওয়ার কথা ছিলো।
Comments