শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আজ (১ মার্চ) বিকেলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, “আজ বিকেল চারটার দিকে দেশের একটি অভ্যন্তরীণ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।”
“বিমানটির সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এতে কারও কোনো ক্ষয়ক্ষতির হয়নি,” যোগ করেন তিনি।
ক্যাপ্টেন ফারুক আরও জানান, বিমানটি আজ দুপুর ২টা ৫৯ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ড্যাশ-৮ নম্বরযুক্ত বিমানটির পাইলট ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে বিমানের টায়ার ফেটে যাওয়ার তথ্য জানান।
ফলে, বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। তাৎক্ষণিক দমকল বাহিনী এবং জরুরি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।
Comments