চকবাজারে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু

churihatta fire
ছবি: স্টার ফাইল ফটো

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে জাকির হোসেন (৫০) বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জাকির হোসেনের শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিলো। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশন নামের একটি পাঁচতলা বাড়ির নিচতলার রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি কমিউনিটি সেন্টারসহ আশপাশের অন্তত তিনটি ভবনে দ্রুত আগুন ছড়িয়ে যায়। ওইদিন দমকল বিভাগের ৩২টি ইউনিট একটানা চেষ্টার পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago