দেদারসে রান বিলানোয় মিরাজের রেকর্ড
টেস্ট ক্রিকেটে কমপক্ষে ৪৫ ওভার বল করেছেন, এমন ইনিংসে কোন বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের তেতো রেকর্ড সঙ্গী হয়েছে মেহেদী হাসান মিরাজের। টেস্টে এক ইনিংসে বাংলাদেশি বোলারদের মধ্যেও রান বিলানোর বিব্রতকর রেকর্ড এখন মিরাজের।
হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪৯ ওভার বল করেন মিরাজ। ২ উইকেট পেলেও এই অফ স্পিনার দিয়েছেন ২৪৬ রান। অর্থাৎ ওভারপ্রতি ৫.০২ করে রান দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তারচেয়ে বেশি রান দিয়েছেন আরও পাঁচজন। তবে তাদের সবাই বল করেছেন মিরাজের বেশি। সবচেয়ে বেশি রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফ্লিটউড স্মিথ, সেই ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ ওভার বল করে ২৯৮ রান দেন তিনি।
মিরাজকে এমন দিনে ধন্যবাদ দিতে পারেন তাইজুল ইসলামকে। বাজে রেকর্ডের দিনে মিরাজ মুক্তি দিয়েছেন তাইজুলকে। এরআগে বাংলাদেশের হয়ে তেতো রেকর্ডটি যে ছিল তাইজুলেরই। গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬৭ ওভার বল করে ২১৭ রান বিলিয়েছিলেন তাইজুল। তবে তিনি উইকেটও নিয়েছিলেন ৪টি।
মিরাজের মতো বাজে দিন গেছে বাংলাদেশের সব বোলারেরই। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে তাই সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির মেলা বসিয়ে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ডে। মজার কথা হলো ইনিংসে বাংলাদেশের নিয়মিত বোলারদের ছাপিয়ে সেরা বোলিং করেছেন একজন অনিয়মিত বোলার। ২১ ওভার বল করে ৬৮ রানে ২ উইকেট নেন সৌম্য সরকার।
বাংলাদেশের একাদশে তিন পেসারের মধ্যে এক উইকেট পেয়েছেন কেবল অভিষিক্ত ইবাদত হোসেন। বাকি দুজন সৈয়দ খালেদ আহমেদ আর আবু জায়েদ রাহি থেকেছেন উইকেটশূন্য।
Comments